প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা ৬০ থেকে কমানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিড রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন, সে ক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে।’
তিনি বলেন, ‘মৃত্যু ঝুঁকিতে আছেন, শারীরিকভাবে অসুস্থ—এমন ব্যক্তিদের করোনাভাইরাসের টিকার বুস্টার দেওয়ার চিন্তা করা হচ্ছে।’
আজ স্বাস্থ্য অধিদফতরে হেলথ রিপোর্টার্স ফোরাম সদস্যদের সঙ্গে আলোচনায় খুরশীদ আলম বলেন, ‘যাদের কো-মরবিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সে ক্ষেত্রে বয়স কোনও বাধা হবে না।’
আজ স্বাস্থ্য অধিদফতরে হেলথ রিপোর্টার্স ফোরাম সদস্যদের সঙ্গে আলোচনায় খুরশীদ আলম বলেন, ‘যাদের কো-মরবিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সে ক্ষেত্রে বয়স কোনও বাধা হবে না।’