বুধবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

0
7
১০ ঘণ্টা গ্যাস
বুধবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

১১ ডিসেম্বর (বুধবার) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য জরুরি পাইপলাইন স্থানান্তর করতে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ১০ ঘণ্টা, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস গ্যাসের আওতাধীন ঢাকার আশুলিয়া অঞ্চলের জিরাবো ডিআরএসের ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতায়।

এতে জিরাবো থেকে বিশমাইল রোড এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে যুক্ত ভাদাইলসহ আশপাশের সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সেবা থেকে বঞ্চিত হবে।

এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশেপাশের আবাসিক গ্রাহকদেরও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ বিষয়ে ভোক্তাদের সহনশীলতা কামনা করেছে এবং গ্যাস সরবরাহ আবার চালু হওয়ার পর কোনো ধরণের সমস্যা হলে তাদের সহায়তা চাওয়ার জন্য জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.