বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়ায় বরপক্ষকে মারধর, আহত ৩

0
27
বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়ায় বরপক্ষকে মারধর, আহত ৩
বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়ায় বরপক্ষকে মারধর, আহত ৩

বিয়ে বাড়িতে ভাত না খেয়ে বরপক্ষের শুধু মাংস বেশি খাওয়ার অভিযোগে মারামারির ঘটনায় আহত ৩ জন। বিয়েবাড়িতে বরপক্ষ-কনেপক্ষের ঝগড়ার এমন ঘটনা প্রায় সময় শুনা যায়। তবে মাংস বেশি খাওয়ায় বরপক্ষকে মারধরের ঘটনা এবারই প্রথম।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ায়। ভাতের চেয়ে মাংস বেশি খাওয়ায় বরপক্ষকে পিটিয়ে আহত করার অভিযোগ এসেছে কনে পক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তারা হলেন, সদর উপজেলার সরোজগঞ্জের বোয়ালিয়া গ্রামের শাহা জামাল (২৮), আসমান আলী (৩৫) ও ফারুক হোসেন (৩৫)।

তাদের মধ্যে শাহা জামাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ার রহিম আলীর ছেলে সবুজের সঙ্গে একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ের অনুষ্ঠান ছিল।

পরে বিকেলে বিয়ে পড়ানো হয়ে গেলে বরপক্ষের লোকজনকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ হওয়ার আগে বরপক্ষের লোকজন মাংস চাইলে কনেপক্ষের লোকজন দিতে অস্বীকৃতি জানায়।

দুই পক্ষের কথাকাটার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে কনেপক্ষের লোকজনের লাঠির আঘাতে শাহা জামাল, ফারুক হোসেন ও আব্দুর রহিম আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

কনেপক্ষের অভিযোগ, বরপক্ষের লোকজন ভাত না খেয়ে মাংস বেশি খাওয়ায় এমন ঘটনা ঘটে। মাংস বেশি খাওয়ায় পর পর মাংস চাওয়াতে কনেপক্ষ তাদের একটু পরে মাংস দেওয়ার কথা জানালে তারা ঝগড়া শুরু করে দেয়।