বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে ছিন্ন করে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পরই তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা বলছেন, এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্য নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে এবং ভবিষ্যৎ মহামারির বিরুদ্ধে লড়াই কঠিন করে তুলবে।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেন। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে সেই সিদ্ধান্ত কার্যকর করলেন।
এছাড়াও, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার আদেশে সই করেছেন এবং বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন।