বিশ্ব করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিল ২ হাজার ৩৯৭ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৮২ হাজার ৯২৫ জনে।
একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন। আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। বিশ্বে মোট শনাক্ত রোগী বেড়ে ৪৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৬৭৮ জনে পৌঁছেছে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৩৯ জনে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। অন্যদিকে এইদিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থাতায় মারা গেছেন ৪৬৬ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন।
সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০৫ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৩৩১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪০ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৬ জনের।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭২ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৫১৮ জন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন এবং শনাক্ত হয়েছেন ৭০৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৫৬ লাখ ৬৬ হাজার ৯২১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ২৩৫ জনের।
বিশ্বের আরও যেসব দেশে মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ২১ জন, মৃত ১২৯ জন), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন, মৃত ২৬৬ জন), ইতালি (নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৭৩ জন, মৃত ১৯৪ জন), যুক্তরাজ্য (মৃত ৩৬৮ জন, নতুন আক্রান্ত ৩৩ হাজার ২৯৭ জন) রাশিয়া (মৃত ৩১৬ জন, নতুন আক্রান্ত ১৩ হাজার ৯৪৭ জন), ব্রাজিল (মৃত ২০৫ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৩৩১ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮২ লাখ ১৭ হাজার ২৪০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯০৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৩৩৩ জন।