বিশ্ব করোনায় শনাক্ত ৪৯ কোটি ছাড়ালো

0
82
বিশ্ব করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে
বিশ্ব করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

বিশ্ব করোনায় একদিনে আরও তিন হাজার ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭১ হাজার ২৩৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। এ নিয়ে বিশ্বে করোনা শনাক্ত ৪৯ কোটি ছাড়ালো। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ কোটি ৪৩ হাজার ২৬৭ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫০০ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ১৮৭ জন এবং করোনাজনিত অসুস্থতায় মারা গেছেন ৩৬০ জন।

অন্যদিকে শুক্রবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে— ৪৮৬ জন। পাশাপাশি, এদিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪৫৯ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ব্যাতীত বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৯১০ জন, মৃত্যু ২৯৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৬২৯, মৃত্যু ১৩৪ জন), ইতালি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৩৫০ জন, মৃত্যু ১৫৪ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ৭২ হাজার ৫৫৬ জন, মৃত্যু ৩৩ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৬৪ হাজার ৫৪৫ জন, মৃত্যু ১৬ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৪৭ জন, মৃত্যু ৮৭ জন) ও যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৯ হাজার ৮২৫ জন, ‍মৃত্যু ১৯১ জন)।

বিশ্ব করোনায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৩৩৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৬ হাজার ৮৬০ জন।বিশ্ব করোনায়বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৩৩৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৬ হাজার ৮৬০ জন।

শুক্রবারের পর মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ৪৮ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৮৯০ জনে এবং এই রোগে মোট মৃতের সংখ্যা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার ৬৯১ জন। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৫ জন।

বিশ্ব করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ২০৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৬০ হাজার ২০৫ জনের।

বিশ্ব করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং মারা গেছেন ৮২ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত চার কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ২৯৩ জন।

বিশ্ব করোনায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ২৩ হাজার ১৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ৬৫ লাখ নয় হাজার ৫৩৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে নতুন শনাক্ত ১৩ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৪৫ জন; ইতালিতে নতুন শনাক্ত ৭৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ১৫৪ জন; ইন্দোনেশিয়ায় নতুন শনাক্ত দুই হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৭৫ জন; ফ্রান্সে নতুন শনাক্ত এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৩৪ জন; জাপানে নতুন শনাক্ত ৪৮ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ৮৭ জন; যুক্তরাজ্যে নতুন শনাক্ত ২৯ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ১৯১ জন; পোল্যান্ডে নতুন শনাক্ত চার হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৭৪ জন।