বিশ্ব ইজতেমার ৫৭তম পর্ব শুরু হচ্ছে শুক্রবার

0
14
আখেরি মোনাজাত
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার ২য় পর্ব

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ব ইজতেমার ৫৭তম পর্ব শুরু হচ্ছে।

ইতিমধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তার আগেই ১৬০ একরের ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

অনেকে মুসুল্লি মূল মাঠে জায়গা না পেয়ে প্রবেশপথের দুইপাশে অবস্থান নিয়েছেন। অনেকে আবার অবস্থান নিয়েছেন সড়কের পাশে।

তাবলিগ জামাতের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নানা ব্যবস্থা গ্রহণ করেছে। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা অস্থায়ী সেতু তৈরি করেছেন।