করোনার প্রকোপ কমতে না কমতে বিশ্বজুড়ে ১২ টি দেশে ‘মাঙ্কিপক্স’ নামের বিরল একটি রোগ ছড়িয়ে পরেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সকে ‘শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি’ হিসেবে বর্ণনা করেছে।
যেসব দেশে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স
১. অস্ট্রেলিয়া
২. বেলজিয়াম
৩. কানাডা
৪. ফ্রান্স
৫. জার্মানি
৬.পর্তুগাল
৭. স্পেন
৮. সুইডেন
৯. ইতালি
১০. নেদারল্যান্ডস
১১. যুক্তরাজ্য
১২. মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত দেশ এবং অন্যান্যদের সাথে কাজ শুরু করেছে। মাঙ্কিপক্স শনাক্ত, নজরদারি এবং আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করছে বৈশ্বিক এই স্বাস্থ্য সংস্থা।
মাঙ্কিপক্সের উপসর্গ
জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ংকর যে আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন। তবে এই ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যান। এ রোগে প্রাণহানির সংখ্যা খুবই কম।