উত্তর পর্তুগালের নদীর গিরিখাত জুড়ে স্থাপিত সরু ফুটব্রিজটি বিশ্বের দীর্ঘতম পথচারী সেতু বলে দাবি করা হয়েছে। গতকাল রবিবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ সোমবার (৩ মে) এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
আরোকা ব্রিজ নামের এই সেতুটি স্প্যান ধরে আধা কিলোমিটার (প্রায় ১৭০০ ফুট) পথ তারের মাধ্যমে একটি ধাতব ওয়াকওয়ে বরাবর হেঁটে পাড়ি দিতে হবে। এর প্রায় ১৭৫ মিটার (৫৭৬ ফিট) নিচ দিয়ে একটি জলপ্রপাত প্রবাহিত হচ্ছে।
আরোকা সেতুটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে অবস্থিত। গত সপ্তাহে প্রথমবারের মতো এটিতে হাঁটার সুযোগ পায় স্থানীয় নাগরিকরা। এ সময় তারা সবাই রোমাঞ্চিত ছিল।
এই সেতুটি নির্মাণে ২ দশমিত ৩ মিলিয়ন ইউরো (২ দশমিক ৮ মিলিয়ন ডলার) খরচ হয়েছে। ৬ বছরের নিচের কোনো শিশু সেতুতে উঠতে পারবে না। আর অন্যান্যদের ক্ষেত্রেও সঙ্গে গাইড নিতে হবে।