বিশ্ব করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২১ হাজার ৬১৯ জন। মারা গেছেন ৬০৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ইতালি, ব্রাজিল ও চিলি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ কোটি ৮৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৯০ লাখ ৩১ হাজার ১৭৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ৯২৪ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ৪০ লাখ৩৬ হাজার ৭১৭ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪০ হাজার ৮০৫ জন।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৪ লাখ সাত হাজার ৪৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৩৮ মানুষ। ছয় লাখ ৭০ হাজার ৪৫৯ জন মারা গেছেন।