বিশ্বকাপের সেমিফাইনালসহ চার ম্যাচে আতশবাজি নিসিদ্ধ

0
35
বিশ্বকাপ
বিশ্বকাপের সেমিফাইনালসহ চার ম্যাচে আতশবাজি নিসিদ্ধ

এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আতশবাজির আলোতে আলোকিত হয়েছে আকাশ। স্টেডিয়ামের আলো বন্ধ করে দিয়ে বাজি ফাটানো হয়েছে। কোনও ম্যাচে খেলা চলাকালীন সময়, তো কোনও ম্যাচে খেলা শেষে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে বিশ্বকাপের চারটি ম্যাচে দেখা যাবে না আতশবাজির ঝলক। এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

মুম্বই ও দিল্লিতে বিশ্বকাপের যে ম্যাচগুলিতে আতশবাজির প্রদর্শনী হবে না। তার কারণ দিল্লি ও মুম্বইয়ের দূষণের মাত্রা এতটাই বেশি যে সেখানে আতশবাজি ফাটিয়ে আর দূষণ বাড়াতে চাইছে না বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিহ জয় শাহ বলেন, ‘‘মুম্বই ও দিল্লির পরিবেশ নিয়ে বিসিসিআই চিন্তিত। আমি বোর্ডের তরফ থেকে এই বিষয়টা আইসিসিকে জানাই। ওরা সিদ্ধান্ত নিয়েছে এই দুই মাঠে খেলার সময় আতশবাজির প্রদর্শনী হবে না। পরিবেশে দূষণ যাতে আর না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সূত্রঃ আনন্দবাজার