বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

0
44
বিমানবাহিনী
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সংলগ্ন নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এসময় দুই পাইলট প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন।

আহত দুই পাইলট হলেন- উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। আসিমের অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।