বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন

0
41
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন

শারীরিক চেকআপের জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেল তিনটায় গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির জানান, কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।