মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর এক লেগুনাযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আরেকজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় কিরণমালা নামক একটি বাসের সঙ্গে ডাইমেনসন নামে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে লেগুনার চালকসহ মোট ছয়জন আহত হন। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম জুবায়ের। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। এ ঘটনায় কিরণমালা বাসটি জব্দ করা হয়েছে।
আহত অজ্ঞাত আরেকজন (৫০) মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মিলন গাজী (৪৫) নামে একজন চিকিৎসাধীন আছেন একই হাসপাতালে।