বিশ্বে বাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী। ইকনোমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের বার্ষিক র্যাঙ্কিংয়ে ৩৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে ঢাকা এবার বাসযোগ্য নগরের তালিকায় নিচের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে।
বাসযোগ্য শীর্ষ ১০টি শহর অকল্যান্ড (নিউজিল্যান্ড), ওসাকা (জাপান), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ওয়েলিংটন (নিউজিল্যান্ড), টোকিও (জাপান), পার্থ (অস্ট্রেলিয়া), জুরিখ (সুইজারল্যান্ড), জেনেভার (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া) এবং ব্রিসবেন (অস্ট্রেলিয়া)।
বাসযোগ্যতায় সর্বনিম্ন ১০টি শহর কারাকাস (ভেনিজুয়েলা), দৌয়ালা (ক্যামেরুন), হারারে (জিম্বাবুয়ে), করাচি (পাকিস্তান), ত্রিপোলি (লিবিয়া), আলজিয়ার্স (আলজেরিয়া), ঢাকা (বাংলাদেশ), পোর্ট মোরেসবি (পাপুয়া নিউ গিনি),লাগোস (নাইজেরিয়া), দামেস্ক (সিরিয়া)।