মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

0
45
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নারায়ণগঞ্জের কাচপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুরউদ্দিন (৪৫), অটোরিকশার যাত্রী মো. হানিফ (৩০), মো. মামুন (৩১) ও নাম না জানা এক পোশাকশ্রমিক (৩৬)। আহত ব্যক্তির নাম মো. জামাল হোসেন (৪০)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।