বাসচাপায় স্কুলছাত্র নিহত

0
15
বাসচাপায় স্কুলছাত্র নিহত
বাসচাপায় স্কুলছাত্র নিহত

দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়া-নওগাঁ মহাসড়কে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবু বকর সিদ্দিক (১০) আদমদিঘি উপজেলার ডালম্বা বসতিপাড়ার শামীম মিয়ার ছেলে ও স্থানীয় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

আদমদিঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, সকাল সাড়ে ৮টায় ডালম্বা বসতিপাড়া বটতলী নামক স্থানে আবু বকর রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারকে দিয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।