বান্দরবানে রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলের ওপর হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে। গুলিতে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন।
বুধবার (২ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি বান্দরবানে রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফিরোজ। তবে নিহত জেএসএস সদস্যদের নাম জানা যায়নি।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- রুমায় সেনা সদস্যদের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া তিন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্যও এতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত সন্ধ্যায় সেনা কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন বথিপাড়া এলাকার আস্তানায় জেএসএস সদস্যরা অবস্থান করছেন।
বান্দরবানে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় ১ সেনাসদস্য নিহত
পরে বথিপাড়ায় গেলে সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জেএসএস সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। আরেক সেনা সদস্য ফিরোজের পায়েও গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে জেএসএসের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়।