বাজারে লাগামহীন পেঁয়াজের দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের কাছাকাছি। অন্যদিকে আকাশছোঁয়া দামের পাশাপাশি ভোজ্য তেলে সংকটের অভিযোগ উঠেছে। বোতলে লেখা মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
রাজধানীর বাজারগুলোতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েও যে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায়। সেই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। গত বৃহস্পতিবারের বাজারের তুলনায় দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ওই বাজারে পেঁয়াজ পাওয়া যেতো ৫০-৫৫ টাকা।