বাউবি’র এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী শুক্রবার

0
76
বাউবি’র এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী শুক্রবার
বাউবি’র এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী শুক্রবার

আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২২ শুরু হতে যাচ্ছে।

বাউবি’র পরিচালক ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন জানান, সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২শত ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬ শত ২৬ জন এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬ শত ১২ জন।

প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সকল ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করেছে । এছাড়াও স্থানীয়ভাবে বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব পালন করবেন। এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আই.ডি কার্ডসহ যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।