প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হারলো বাংলাদেশ। ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দুটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি লিটনরা। দুর্বল ওমানের বিপক্ষে দাপট দেখালেও লঙ্কান ও আইরিশদের কাছে একরকম পাত্তাই পায়নি টাইগাররা।
আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে গ্যারেথ ডেলানির ৫০ বলে ৮৮ রানের ওপর ভর করে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। তাকে সঙ্গ দেয়া হ্যারি টেক্টর করেন অপরাজিত ২৩ রান।
টাইগারদের হয়ে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। এছাড়া নাসুম নেন একটি উইকেট। তাসকিন, সৌম্য ও শেখ মেহেদী হাসান নিয়ন্ত্রিত বোলিং করলেও মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম ওভারপ্রতি দশেরও ওপরে রান দিয়েছেন।
যাতে ১৩ ওভারেই ৯০ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এসময় তরুণ শামিম পাটোয়ারি আউট হন মাত্র ১ রান করেই। তবে নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ব্যাটিং কল্যাণে দেড়শ রানের কাছাকাছি গিয়ে থামে টাইগারদের স্কোর। ২০ ওভার খেলে অলআউট হয় ১৪৪ রানেই। শেষ পর্যন্ত ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন (১২তম সদস্য)।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), ক্রেইগ ইয়ং, কার্টিন ক্যামফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশুয়া লিটল, মার্ক অ্যাডায়ার, নেইল রক, পল স্টার্লিং, সিমি সিং।