বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক যেকোনো পরিবর্তনই আইন অনুযায়ী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহানীর ঘটনা ঘটেছে, আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। যুক্তরাষ্ট্র একটি অন্তবর্তীকালীন সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। মিলার বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।
ম্যাথু মিলার বলেন, ‘ঘোষণাপত্রে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ ছেড়েছেন। সতর্কতার সঙ্গে আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।’
এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্খার প্রতিফলন এবং দেশটিতে গণতান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ দেখতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকারের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নেবে।
এসময় গত সপ্তাহগুলোতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।