বাংলাদেশের বাজারে সহজ প্রবেশাধিকার চায় সুইজারল্যান্ড

0
42
বাংলাদেশের বাজারে সহজ প্রবেশাধিকার চায় সুইজারল্যান্ড

বাংলাদেশের বাজারে সহজ প্রবেশাধিকার চায় সুইজারল্যান্ড সরকার। মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর গুলশানের লাইটক্যাসল কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস কোঅপারেশনের উপ-পরিচালক করিন হেনচোজ পিগানানি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার আমেনা চৌধুরী, রুটস অব ইমপ্যাক্টের মার্কেট অ্যান্ড ক্যাপাসিটি প্রোগ্রামের লিড ম্যাক্সিম চেং ও লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম।

বিনিয়োগে প্রভাব ও উদ্যোক্তাদের সক্ষমতা তৈরিতে সহায়তাকারী হিসেবে বিবেচিত, বিনিয়োগ বৃদ্ধি (বি-বৃদ্ধি) প্রতিষ্ঠানটি চার এন্টারপ্রাইজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যুক্ত হয়েছে। এই এন্টারপ্রাইজগুলো হলো- হ্যালো টাস্ক, রোমনি, সেফহুইল ও শাটল। এসব এন্টারপ্রাইজের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে এবং সম্ভাবনাময় এন্টারপ্রাইজসমূহের তহবিল বাড়ানোর কাজে সহায়তা করবে। একই সঙ্গে এটি মানসম্মত নিরীক্ষণ পদ্ধতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভালো প্রতিবেদন তৈরিতে কাজ করবে।

অনুষ্ঠানে করিন হেনচোজ পিগানানি বলেন, ‘বি-বৃদ্ধি’র এই অংশীদারিত্বের মাধ্যমে সুইজারল্যান্ড সরকার বিপণন ব্যবস্থাপনা ও সৃজনশীল উদ্যোগগুলোকে ভালোভাবে কার্যকর করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে সহজ প্রবেশাধিকারের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বি-বৃদ্ধির প্রোগ্রাম ম্যানেজার ম্যাক্সিম চেং বলেন, ইমপ্যাক্ট রেডি ম্যাচিং ফান্ড (আইআরএমএফ) প্রথম ধাপে এন্টারপ্রাইজসমূহকে তাদের ব্যবসায়ের ক্রিয়াকলাপের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবসা পরিচালনার প্রণোদনা হিসেবে একটি সমন্বিত তহবিল গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, বি-বৃদ্ধি বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস, ইমপ্যাক্ট এবং লাইটক্যাসল পার্টনারদের সঙ্গে অংশীদারীত্বের ভিত্তিতে কাজ করে থাকে। এর পাশাপাশি এটি বিনিয়োগকারী, স্টেকহোল্ডার ও বেসরকারি সংস্থাগুরোর জন্য পরামর্শক হিসেবে কাজ করে।