বাংলাদেশি সাংবাদিকদের প্রেসবক্সে ঢুকতে দিল না

0
43
বাংলাদেশি সাংবাদিকদের প্রেসবক্সে ঢুকতে দিল না
বাংলাদেশি সাংবাদিকদের প্রেসবক্সে ঢুকতে দিল না

এবার টেলিভিশন সাংবাদিকদের প্রেসবক্সে বসে খেলা কাভার করার সুযোগ দেয়নি আইসিসির ভারতীয় মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকার। প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনিও।

বাংলাদেশ ও স্কটল্যান্ড দল ওমান থেকে দুবাই আসার পথে বিমানবন্দরে অব্যবস্থাপনা। প্রশ্নবিদ্ধ আইসিসির বায়ো সিকিউরিটি ইনভাইরনমেন্ট’ বা ‘জৈব-সুরক্ষা পরিবেশ’।

বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এবার আইসিসি ও বিসিসিআইয়ের বিরূপ আচরণের শিকার বাংলাদেশ থেকে আসা ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কাভার করতে পারেননি ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেডিয়ামের বাইরে। এ বিষয়ে প্রশ্ন করা হয় আইসিসির মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকারকে।

কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। অথচ ওমানে বিশ্বকাপের প্রথম পর্বে অস্থায়ী প্রেস বক্সেও জায়গা হয়েছিল স্বাগতিক ওমানসহ বাংলাদেশ ও স্কটল্যান্ডের গণমাধ্যমকর্মীদের