বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

0
101
বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান
বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

এশিয়া কাপের আসরে শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে নাম লিখিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে আফগানরা হারিয়েছে ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে। এবারের জয়টিও এসেছে হেসেখেলে।

জয়ের লক্ষ্য ছিল মাত্র ১২৮ রানের। বাংলাদেশের বোলারদের তাই দারুণ কিছুই করতে হতো। প্রথম ১৫ ওভার অবশ্য আফগানদের ভালোই চাপে রেখেছিলেন সাকিব-মোসাদ্দেক-সাইফউদ্দিনরা। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৭ (মোসাদ্দেক ৪৮*, মাহমুদউল্লাহ ২৫, মেহেদি ১৪, আফিফ ১২, সাকিব ১১; মুজিব ৩/১৬, রশিদ ৩/২২)

আফগানিস্তান: ১৮.৩ ওভারে ১৩১/৩ (নাজিবুল্লাহ ৪৩, ইব্রাহিম ৪২, জাজাই ২৩; সাকিব ১/১৩, মোসাদ্দেক ১/১২, সাইফউদ্দিন ১/২৭)

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মুজিব উর রহমান (আফগানিস্তান)।