বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান ,একজন আটক

0
36
র‍্যাবের অভিযানে জঙ্গি কজন আটক
বসিলায় জঙ্গি আস্তানায় একজন আটক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহ করে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ  একজনকে আটক করেছে র‍্যাবের ডগ স্কোয়াড ও বম্ব ডিস্পোজাল ইউনিট। 

বৃহস্পতিবার সকালে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। তাই ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে র‍্যাবের অভিযান চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

এদিকে ঘটনাস্থলের আশপাশের এলাকা নিরাপত্তা জোরদার করে র‍্যাব সদস্যরা। এলাকায় যান চলাচল বন্ধ এবং স্থানীয়দেরও ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব উৎসুক জনতার জঙ্গি আস্তানা দেখতে এসেছেন তাদের ঘটনাস্থল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।