
অবশেষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশাল। প্রেম-বিয়ে নিয়ে কম লুকাছাপা করেননি বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের অনুষ্ঠানেও চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছেন তারা।
এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল। শোনা যাচ্ছিল বিয়েতে প্রবেশের জন্য অতিথিদের দেওয়া হবে গোপন কোড। ভিক্যাট নাকি শতকোটি রুপিতে তাদের বিয়ের ভিডিও ও ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। তাই নাকি এতো গোপনীয়তা।
রোববার (১২ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। সেই সঙ্গে শ্বশুর স্যাম কৌশলও ইনস্টাগ্রামে ভিক্যাটের বিয়ে ও হলুদের ছবি পোস্ট করেছেন।
স্যাম বলিউডের একজন অভিজ্ঞ স্টান্ট কোঅর্ডিনেটর এবং অ্যাকশন ডিরেক্টর। বেশকিছু পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা অভিনীত ফ্যান্টম সিনেমাতেও কাজ করেছেন স্যাম।
এদিকে, বিয়ের অনুষ্ঠানেও চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছেন তারা। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল। শোনা গেছে, বিয়েতে প্রবেশের জন্য অতিথিদের দেওয়া হবে গোপন কোড। ভিক্যাট নাকি শতকোটি রুপিতে তাদের বিয়ের ভিডিও ও ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। তাই নাকি এত গোপনীয়তা।
অন্যদিকে, আলোচিত এ জুটির বিয়ের গুঞ্জন শেষ হতে না হতে তাদের মধুচন্দ্রিমার গুঞ্জন শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে।
জানা গেল, নবদম্পতি হানিমুন করতে যাবেন মালদ্বীপে। এমনই গুঞ্জন বলিউড পাড়ায়। তবে ভিক্যাটের কাছের মানুষদের থেকে জানা যায়, সহসাই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারা। নেবেন একটু সময়। হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে দুজনেরই। সেগুলো শেষ করে নিজেদের জন্য সময় বের করবেন এই জুটি।
ভিক্যাটের বিয়েতে ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। মেনুতে অতিথিদের মহাদেশীয়, ঐতিহ্যবাহী রাজস্থানী, পাঞ্জাবি এবং রাজওয়াড়ি খাবারের ব্যবস্থা ছিল।
বলিউড ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা কাইফ। ‘আন্ধাধুন’ ছবি খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী ছবিরও শুটিং শুরু করবেন তিনি। সেই ছবিতে ক্যাটের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে।
অন্যদিকে বিয়ের পরপরই শুটিং করতে ইন্দোরে যাবেন ভিকি। তার হাতেও রয়েছে দুইটি ছবির কাজ।