বন্ধুকে বাঁচাতে অক্সিজেন নিয়ে পাড়ি দিলেন ১৩০০ কিলোমিটার

0
39
বন্ধুকে বাঁচাতে অক্সিজেন নিয়ে পাড়ি দিলেন ১৩০০ কিলোমিটার
বন্ধুকে বাঁচাতে অক্সিজেন নিয়ে পাড়ি দিলেন ১৩০০ কিলোমিটার

পুরো ভারতেই চলছে অক্সিজেন নিয়ে হাহাকার। অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যুর খবর আগেই এসেছে। তবে রাঁচির দেবেন্দ্রকুমার শর্মা যখন জানতে পেরেছিলেন তার বন্ধু রজন করোনা আক্রান্ত, তখন তিনি ১ হাজার ৩০০ কিলোমিটার পেরিয়ে উত্তরপ্রদেশে হাজির হয়ে যান অক্সিজেন নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ২৪ এপ্রিল সঞ্জয় সাক্সেনা নামের এক বন্ধুর কাছ থেকে ফোন পান দেবেন্দ্র। জানতে পারেন, রজনের চিকিৎসার জন্য অক্সিজেন প্রয়োজন। অথচ মাত্র ২৪ ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। এমন খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়েন বাড়ি থেকে। এরপর ঝাড়খণ্ড গ্যাস প্লান্টের মালিকের কাছে গিয়ে হাজির হন। সব শুনে অক্সিজেনের ব্যবস্থা করে দেন তিনি। তার বিনিময়ে কোনো টাকাও নেননি।

এরপর শুরু হয় দেবেন্দ্রর গাজিয়াবাদ যাত্রা। একটি গাড়ির ব্যবস্থা করে তাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দীর্ঘ ১ হাজার ৩০০ কি.মি. পথ পেরিয়ে ২৬ এপ্রিল সেখানে পৌঁছান তিনি।

তার এ চেষ্টা বিফলে যায়নি। অক্সিজেন পেয়ে রজন আপাতত বিপদ মুক্ত। এখনও চিকিৎসাধীন থাকলেও আশঙ্কার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।