বনানীতে সড়ক অবরোধ

0
14
বনানীতে সড়ক অবরোধ
বনানীতে সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় অ্যাপারেল গার্মেন্টসের এক পোশাককর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ শুরু করেন তারা। সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন জানান, সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় পোশাককর্মী আহতের ঘটনার পর ওই কারখানার কর্মীরা সড়ক অবরোধ করেন। আহত পোশাককর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু পোশাককর্মীরা সড়ক অবরোধ তুলছেন না। যে কারণে দুই লেনেই যান চলাচল বন্ধ।