আগামীকাল (১৭ মার্চ) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। এ উপলক্ষ্যে চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনও (বিএফডিসি)।
জাতির পিতার জন্মদিনে বিএফডিসিতে রয়েছে বিরাট আয়োজন এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা খোরশেদ আলম খসরু।
তিনি জানিয়েছেন, ১৭ মার্চ সকাল থেকে দিনব্যাপী জাতির জনক ও তাঁর পরিবারের জন্য কোরআন খতম হবে বিএফডিসিতে। আছে মাহফিল এবং মিলাদ। এরপর হবে বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা। সেখানে কাটা হবে ১০০ পাউন্ডের বিশাল একটি কেক।’
খসরু বলেন, ‘আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই মিলে ওই কেকটি কাটব। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সারাদিন দেশের গান থাকবে। আরও থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান। এর পাশাপাশি প্রদর্শিত হবে জাতির জনকের উপরে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।
আয়োজন এখানেই শেষ নয়, জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএফডিসিতে দুপুরে বিরাট প্রীতিভোজের ব্যবস্থা থাকবে বলেও জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।