
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর্টক্যাম্প, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৭ মার্চ ২০২৪ সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সকাল ১০টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শিশুদের অংশগ্রহণে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০০ শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্টক্যাম্প এর বিষয় ছিলো “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। পরবর্তিতে ছবিগুলো নিয়ে জাতীয় চিত্রশালার প্রদর্শনীর আয়োজন করা হবে।


এরপর সকাল ১১টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিধি একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু তৃয়াশা সরকার এবং শিশু বক্তা ছিলেন তমীম আহমেদ বৃন্ত ও জারিন তাসনিম প্রিয়ন্তী। সভাপতিত্ব করেন শিশু তাহফীম যুনাইরাহ্ আনশী।
আলোচনা শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন।
সমবেত সংগীত ‘ধন্য মুজিব ধন্য’ ও ‘শোন একটি মুজিবরের থেকে’ পরিবেশন করেন একাডেমির শিশু সংগীত দল। একাডেমির শিশু নৃত্য দলের শিল্পীরা ‘আমি ধন্য হয়েছি’ ও ‘চলো বাংলাদেশ’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন। একক সংগীত ‘তুমি চেনা পাখি, ঘুম ভেঙ্গে দেখি’ পরিবেশন করেন শিশু শিল্পী রবিউল ইসলামা শান্ত। পিপলস লিটল থিয়েটারের শিশু শিল্পীরা পরিবেশন করেন নাটক ‘বাংলার মুখ’ ও ‘বুলিং’।
দ্বৈত সংগীত ‘বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলা’ পরিবেশন করেন শিশুশিল্পী সুতপা রহমান শিতি ও মাহির আজমাঈন ইভান। দ্বৈত সংগীত ‘আজ যে শিশু’ পরিবেশন করেন শিশুশিল্পী নাবিদ রহমান তূয্য ও নওশীন তাবানসুম তৃণা। জাদু পরিবেশন করেন মো. আরিফ আজগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাদিয়া রহমান মারিশা ও নাবিদ রহমান তূয্য।