ফের শক্তিশালী হারিকেনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

0
39
ফের শক্তিশালী হারিকেনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ফের শক্তিশালী হারিকেনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

কিউবায় তাণ্ডবের পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী হারিকেন ‘আইডা’। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, বর্তমানে এটি মেক্সিকো উপসাগরে অবস্থান করলেও স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ লুইজিয়ানা উপকূলে আগাত হানতে পারে।  ২০০৫ সালে শক্তিশালী হারিকেন ক্যাটরিনার ১৬ বছর পূর্তির  দিনেই আঘাত হানতে যাচ্ছে এটি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন।

হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে ইডা। বর্তমানে ক্যাটাগরি এক মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি চার মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। প্রাথমিকভাবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেয়া হলেও টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও টেনেসিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারি বৃষ্টিপাত।দিনেই আবারো ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হারিকেন আইডা অতি ভয়ঙ্কর উল্লেখ করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।