ফুটবলের স্বর্ণ সেনাবাহিনীর

0
30
ফুটবলের স্বর্ণ সেনাবাহিনীর
ফুটবলের স্বর্ণ সেনাবাহিনীর

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের অন্যতম আকর্ষণ ফুটবলের স্বর্ণ জিতবে কারা সে দিকেই নজর ছিল দেশের ফুটবলামোদীদের। বুধবার বিকেলে কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবলের স্বর্ণের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনী ফাইনালে ২-০ গোলে সিলেট জেলাকে হারিয়ে স্বর্ণ জিতেছে। দলের হয়ে ইমন ও সঞ্জয় একটি করে গোল করেন।

এর আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বিকেএসপি পিয়াসের হ্যাটট্রিকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। পিয়াসের তিন গোল ছাড়াও মোরছালিন ও ফয়সাল দুটি করে গোল করেছেন। এছাড়া তৌহিদুলের কাছ থেকে এসেছে একটি গোল।