ফিফা র‍্যাঙ্ককিংয়ে ১০৪ নম্বরে বাংলাদেশ নারী দল

0
2
ফিফা র‍্যাঙ্ককিংয়ে
ফিফা র‍্যাঙ্ককিংয়ে ১০৪ নম্বরে বাংলাদেশ নারী দল

ফিফা র‍্যাঙ্ককিংয়ে ১০৪ নম্বর স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনের সবশেষ হালনাগাদে ১২৮তম স্থানে ছিল বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) ফিফা নারী ফুটবলে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

সেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশই সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছে। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও বাংলাদেশ সর্বোচ্চ ৮০.৫১ পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এত উন্নতি কখনও হয়নি। তাই ফিফা বিশেষভাবে আজকের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে।

সাম্প্রতিক সময়ে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানে দু’টি ম্যাচ খেলে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩০-৫০ ধাপ এগিয়ে ছিল। দুই দলকেই বাংলাদেশ রুখে দেয়। বড় দলের বিপক্ষে পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় ছিল এশিয়ান নারী কাপ বাছাইয়েও।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছির স্বাগতিক মিয়ানমারের র‌্যাঙ্কিং ছিল ৫৫। ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে। ওই বাছাইয়ে বাহরাইনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। চারটি বড় দলের বিপক্ষে দু’টি জয় ও দু’টি ড্রয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিং অনেক উন্নতি হবে এমনটাই ছিল ধারণা। আজ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেটারই সর্বোচ্চ প্রতিফলন হয়েছে।

নারী ফুটবলে শীর্ষ ১০ দলের র‌্যাঙ্কিংয়েও ব্যাপক পরিবর্তন হয়েছে এবার। মেয়েদের ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে নম্বর ওয়ান হয়েছে। ফলে এক ধাপ অবনতি হয়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া ৩–১০ নম্বরে রয়েছে যথাক্রমে সুইডেন (৩ ধাপ উন্নতি), ইউরোতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড (১ ধাপ উন্নতি), জার্মানি (২ ধাপ অবনতি), ফ্রান্স (৪ ধাপ উন্নতি), ব্রাজিল (৩ ধাপ অবনতি), জাপান (১ ধাপ অবনতি), কানাডা (১ ধাপ অবনতি) ও দক্ষিণ কোরিয়া (১ ধাপ অবনতি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.