আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দল নিয়ে ২০২৫ সালে শুরু হবে ক্লাব বিশ্বকাপের যাত্রা। চার বছর পর পর হবে এই টুর্নামেন্ট। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে মরক্কোয় অনুষ্ঠিত হবে ২০২২ ক্লাব বিশ্বকাপ। সাতটি দল অংশ নেবে এতে।
শুক্রবার ফিফা কাউন্সিল মিটিংয়ে ইনফান্তিনো বলেন, ‘নতুন ক্লাব বিশ্বকাপ ২০২৫ সালে শুরু হবে এবং ৩২টি দল অংশ নেবে। বিশ্বকাপের মতো এগিয়ে যাবে টুর্নামেন্টের খেলা।’ এর বাইরে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ফরম্যাট ও প্রীতি ম্যাচ নিয়ে নতুন ‘ওয়ার্ল্ড সিরিজ’ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও আলোচনা করেছে ফিফা।
তবে ইনফান্তিনোর ঘোষণার পর এ নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল পণ্ডিতরা। তাদের প্রশ্ন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই ঠাঁসা সূচিতে কীভাবে ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে ফিফা। সাবেক ইংলিশ তারকা জেমি ক্যারাঘার টুইট করেছেন, ‘দুই বছর পর পর ইনফান্তিনো হাস্যকর সব আইডিয়া নিয়ে আসেন। খেলোয়াড়দের বিশ্রাম প্রয়োজন।
তারা খেলোয়াড়দের গবাদিপশু মনে করছে। ফিফা চ্যাম্পিয়নস লীগ ঘৃণা করে তাই এমন কিছু তৈরি করতে চায়। ইউরোপিয়ান ক্লাবের উচিত এটা বয়কট করা।’ ৪৮ দলের বিশ্বকাপ নিয়েই ইউরোপের শীর্ষ লীগগুলোর অসম্মতি ছিল। এবার ক্লাব বিশ্বকাপ নিয়ে এল ফিফা। তাদের পরিকল্পনা শেষতক সফল হয় কিনা সেটাই দেখার বিষয়।