ফানুস ও আতশবাজি বিক্রিতে করাকরি নিষেধাজ্ঞা প্রশাসনের। প্রতিবছরের ন্যায় এবারেও থার্টি ফার্স্ট নাইটকে (৩১শে ডিসেম্বর) কেন্দ্র করে লাখো টাকার ফানুস ও আতশবাজি বিক্রির আশা করেছিল বিক্রেতারা। এই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল বিক্রেতাদের।
দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও ফানুস বিক্রিতে নিষেধাজ্ঞা প্রশাসনের। ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও বাজারে নেই ফানুস ও আতশবাজি।
বিক্রেতা মোঃ বাবুল মিয়া বয়স (৬৮) তিনি জানান প্রতিবছরই এই দিনকে উপলক্ষ করে এক থেকে দেড় লক্ষ টাকার বাণিজ্য করি।
এবার নিষেধাজ্ঞা থাকার কারণে ফানুস ও আতশবাজি বিক্রি বন্ধ রেখেছি। ফানুস থেকে বিগত বছরে ঘটে যাওয়া বড় বড় অগ্নিকাণ্ড এরাতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন ও প্রশাসনের কড়া নজরদারিতে ফানুস ও আতশবাজি বিক্রি বন্ধ।
ক্রেতার সাথে আলোচনা করে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও তিনি এসেছে ফানুস কিনতে। তিনি কোন দোকানে আতশবাজি ও ফানস পাচ্ছেন না তাই ফিরে যাচ্ছেন খালি হাতে।
চকবাজার প্রতিনিধি
আল- মুজাহিদ বিদ্যুৎ