এশিয়া কাপের ফাইনাল খেলবেন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পোঁছে গেল পাকিস্তান।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানিস্তান। যার জন্য পাকিস্তানের দরকার ছিল ১৩০ রানের। কিন্তু একেবারে টান টান উত্তেজনার পরিস্থিতির মাঝেই আফগানিস্তানের ৬ উইকেটে ১২৯ রানে বাবর আজমরা ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তুলেছেন।
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পোঁছে গেল পাকিস্তান। এশিয়া কাপে এদিনের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে নিজেদের খেলা পাকা করে নিয়েছে বাবর আজমের পাকিস্তান।
রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।