প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

0
97
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

আজ সোমবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন এবং ড্যানিশ উন্নয়ন ও সহযোগিতা-বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুনঃ তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী

এর আগে সোমবার সকালে সকাল ৯টা ৪০ মিনিটে তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এবং ডেনমার্কের উন্নয়নবিষয়ক মন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাজকুমারী।