
“করোনা মহামারীর প্রাদুর্ভাব রুখতে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ভোর ৬টা থেকে সরকারি বিধি নিষেধ আরোপ করে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনা সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।”
কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে গ্রেফতার করা হয়েছে ৫৫০ জনকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। ২৭৪টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।
নিষেধাজ্ঞা অমান্য করায় ১৮২ জনকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।