প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

0
23
প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয়ের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১০৮ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। নাসুম আহমেদের ৪ উইকেটের সুবাধে অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ- ১৩১/৭ (২০ ওভার)

অস্ট্রেলিয়া- ১০০/৭ (১১ ওভার)

অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ১৩২ রানের। সফরকারী দলকে চাপে ফেলতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই সাফল্য এনে দেন মাহেদি হাসান, বোল্ড করেন অ্যালেক্স কারেকে (০)।

পরের ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি ডেলিভারি কিছুটা এগিয়ে খেলতে গিয়ে জশ ফিলিপ (৫ বলে ৯) হন স্ট্যাম্পিং। বল পেয়ে চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেন নুরুল হাসান সোহান।

তৃতীয় ওভারে আরও এক উইকেট। এবার সাকিব আল হাসান নিজের প্রথম বলেই বোল্ড করেন ময়েসেজ হেনড্রিকসকে (১)। বাঁহাতি এই স্পিনারের বল সুইপ করতে গিয়ে নিজেই টেনে নিয়ে উইকেট হারান হেনড্রিকস। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭ (নাঈম ৩০, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০,  আফিফ ২৩; স্টার্ক ৪-০-৩৩-১, হেইজেলউড ৪-০-২৪-৩, জাম্পা ৪-০-২৮-১, টাই ৪-০-২২-১)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮ (মার্শ ৪৫, হেনরিকেস ১, ওয়েড ১৩, অ্যাগার ৭, টার্নার ৮, স্টার্ক ১৪; মেহেদি ৪-০-২২-১, নাসুম ৪-০-১৯-৪, সাকিব ৪-০-২৪-১, মুস্তাফিজ ৪-০-১৬-২, শরিফুল ৩-০-১৯-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)।