রাজধানীর চকবাজারে নবীন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান ১৫ টাকা পিসের ডিম মাত্র ৫ টাকা দরে বিক্রি করা শুরু করেছে।
মূলত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে ডিমের দাম। এই সিন্ডিকেটের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য এই উদ্যোগ।
বাজারে এক হালি ডিমের খুচরা মূল্য ৫৫ থেকে ৬০ টাকা। প্রতি পিচ ডিমের দাম সে হিসেবে প্রায় ১৫ টাকা। এ অবস্থায় প্রতি ডিম দাম ৫ টাকায় বিক্রি করছে নবীন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিদিন সন্ধ্যা থেকে পুরান ঢাকার লালবাগ এলাকার হরনাথ ঘোষ সড়কে নবীন বাংলাদেশ’র প্রধান কার্যালয়ের সামনে পাঁচ টাকায় ডিম বিক্রি হচ্ছে। প্রতিদিন ১০ হাজার ডিম বিক্রির ব্যবস্থা থাকে। একজন একবারে সর্বোচ্চ ১০টি করে ডিম কিনতে পারছেন।