প্রখ্যাত সংগীতশিল্পী কেকের শেষকৃত্য সম্পন্ন

0
48
প্রখ্যাত সংগীতশিল্পী কেকের শেষকৃত্য সম্পন্ন
প্রখ্যাত সংগীতশিল্পী কেকের শেষকৃত্য সম্পন্ন

বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুর দেড়টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় কেকের মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

কেকেকে শেষ বিদায় জানাতে উপচে পড়েছিল সহকর্মী, ভক্ত-অনুরাগীরা। শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হন অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। প্রিয় তারকার শেষ যাত্রায় শামিল হয়ে শ্মশানে পৌঁছান ভক্তরা, চোখের জলে বিদায় জানান প্রিয় শিল্পীকে।

খবর: হিন্দুস্তান টাইমস