
শত শত ভাসমান মানুষের ঢল নেমেছে বঙ্গবাজারে। কেউ দেখতে এসেছে আবার কেউ কেউ এসেছে পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপের নিচে নতুন কাপড়ের সন্ধানে।
দুই, তিনদিন আগেই ক্রেতা-বিক্রেতার সমাগমে জমে উঠতো যেই বঙ্গবাজার, আজ সেখানে ধ্বংসস্তূপ আর হাহাকার। নতুন কাপড়ের গন্ধের বদলে সেখানে শুধুই পোড়া কাপড়ের গন্ধ।
সরেজমিন বঙ্গবাজারে গিয়ে দেখা যায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা পোড়া স্তূপের নিচে থেকে ভালো কাপড়ের সন্ধান করছে।
আনন্দবাজার বস্তি থেকে আসা আখলিমা বলেন, বস্তির প্রতিবেশীদের কাছে জানতে পারলাম পোড়া কাপড়ের মধ্যে কিছু ভালো কাপড় পাওয়া যাচ্ছে তাই ছুটে আসছি।
দুই একটা পাইছি কিন্তু অর্ধেক অংশে পোড়া দাগ আছে। তিনি বলেন, তবুও অসুবিধা নেই। পোড়া অংশ কেটে অন্য কাপড় লাগিয়ে সেলাই করলেই পরা যাবে।
এ বছর সব কিছুতে যে পরিমাণ দাম, তাতে ছেলেমেয়েদের নতুন কাপড় দিতে পারতাম না। এ বছর এই পোড়া কাপড়েই চালিয়ে দিবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা জ্বলে, কয়েক হাজার দোকান পুড়ে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।