পেঁয়াজের ঝাঁজ থাকলেও নাই দামের ঝাঁজ

0
71
পেঁয়াজের ঝাঁজ থাকলেও নাই দামের ঝাঁজ
পেঁয়াজের ঝাঁজ থাকলেও নাই দামের ঝাঁজ

রাজশাহীর পুঠিয়া থানার মোল্লাপাড়া পেঁয়াজের বাজারে থেকে জানা যায় মান ও জাত ভেদে আজকে বাজারে পেঁয়াজের দাম ২০০ টাকা মন থেকে ৭০০ টাকা পর্যন্ত দামে বেচা কেনা হচ্ছে। দূর দুরন্ত থেকে ব্যাপারি এসে জমেছে এই মোল্লাপাড়া হটে।

উৎপাদন খরচের তুলনায় পেঁয়াজের বাজারদর কয়েকগুণ কম থাকায় বিপাকে পড়েছেন কৃষক। বিক্রি না করে বাজার থেকে পেঁয়াজ ফেরত নিয়ে যাচ্ছেন অনেক কৃষক।

তারা জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে তাদের খরচ হয়েছে ২০-৩০ হাজার টাকা। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ২০০-৭০০ টাকা মণ। এতে তাদের উৎপাদন খরচই উঠছে না।

কৃষকদের দাবি, দেশে যে পরিমাণ পেঁয়াজ হয় তা দিয়েই চাহিদা মেটানো সম্ভব। তাই সরকারের উচিত ভারতের পেঁয়াজ আমদানি না করা।

হাটে থাকা কৃষক, ব্যবসায়ী ও হাট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ পড়েছে ২৫ থেকে ৩৫ টাকা। আর বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ২০০-৭০০ টাকা মণ বিক্রি হচ্ছে। যা উৎপাদন খরচের তুলনায় কয়েকগুণ কম। দাম কম থাকায় অনেক কৃষক পেঁয়াজ বিক্রি না করেই চলে যাচ্ছেন।