
আপেল মাহমুদঃ চিত্রনায়িকা পূর্ণিমা এবার আসছেন সম্পূর্ন নতুন ধরণের একটি সেলিব্রিটি-শো “পূর্ণিমার আলো” নিয়ে। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করবে দেশ টিভি।।
অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে থাকছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আজ ( ১৬ ফেব্রুয়ারী) রাজধানীর কাওরান বাজারে পূর্ণিমার আলো’ টিভি প্রোগ্রাম উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে রেইনিরুফ রেস্তোরায় দেশ টিভি, পূর্ণিমা এবং স্পন্সর কোম্পানি মমতাজ হারবালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক জনাব তারিক সুজাত, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মমতাজ হারবালের মহা-ব্যবস্থাপক আবদুস সাত্তার।

অনুষ্ঠানটির প্রাথমিক চুক্তিতে ৫২টি পর্ব নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকল পর্ব দেশ টিভিতে আগামী ৬ মার্চ থেকে প্রচারিত হবে। চিত্রনায়ক ফেরদৌস উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেন।
জানা গেছে, পরবর্তীতে দেশের চলচ্চিত্র, টিভি তারকা, খেলোয়াড় বা রাজনীতিবিদসহ অনেকেই যার-যার জীবন সঙ্গীকে নিয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘পূর্ণিমার আলো’য়।ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাত পৌনে ৮টায় প্রচার হবে।