পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো

0
14
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো

আজ ৮ এপ্রিল শুরু হয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীবাসী সাক্ষী হতে চলেছে এক বিরল মহাজাগতিক দৃশ্যের। তবে বাংলাদেশ এবং ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে। সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। ফলে ভারত , বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না।

তবে বাংলাদেশ, ভারত এবং আশেপাশের অঞ্চল থেকে দেখতে চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

৫০ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে পৃথিবীতে। ১৮০৬ সালের পর আবার সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। বিজ্ঞানীদের মতে, ১৯৭৩ সালে শেষবার এই দীর্ঘ পূর্ণগ্রহণ হয়েছিল।