অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় দুদকের করা মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে অপর ১৩ আসামির পৃথক দুটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের চার বছরের সাজা ভোগ করতে হবে।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লীলাবতী হালদার, পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল ও অনিন্দিতা মৃধা, শংখ বেপারী, সুকুমার মৃধা, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।