পিকআপের চাপায় অটোরিকশা চালক নিহত

0
46
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 

কিশোরগঞ্জের ক‌টিয়াদী‌তে পিকআপের চাপায় সিএন‌জিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্প‌তিবার (৯ জুন) সকালে কিশোরগঞ্জ-‌ভৈরব আঞ্চ‌লিক মহাসড়কের ক‌টিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-প‌রিচয় জানা যায়‌নি।

পু‌লিশ জানায়, কিশোরগঞ্জ থেকে এক‌টি যাত্রীবাহী অটোরিকশা ক‌টিয়াদী যা‌চ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই এক‌টি পিকআপভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক।

গুরুতর আহত হন অটোরিকশার তিন যাত্রী সবুজ (৫০), শরীফ (৩৮) ও জামাল (৩৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।