পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা

0
7
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার চার মাস ১৭ দিন পর ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে।

শনিবার (৩০ আগস্টসকাল ৭টায় ১০টি দান বাক্স ও ৩টি সিন্দুক থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনা।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটি সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

টাকা গণনা কাজে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিকমিজাবে রহমতঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বমোহাম্মদ নাহিদ হাসান খানঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটিজেসমিন আক্তারসদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওকামরুল হাসান মারুফরূপালী ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক (এজিএমমোহাম্মদ আলী হারেছীসহ ২২০ জন ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ছাত্র১২০ জন পাগলা মসজিদ নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছাত্র১০০ জন ব্যাংক স্টাফ৩৪ জন মসজিদ কমিটি ও ২০ জন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অংশ নিয়েছেন।

দানবাক্স খোলার কার্যক্রম তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটি সভাপতি ফৌজিয়া খানঅতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতপুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোরমজান আলী।

এর আগে৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।