কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। নানা রকম জল্পনা কল্পনা শেষে আজ রোববার (৩ মার্চ) নির্ধারণ হবে পাকিস্তানের প্রধান।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের দল নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে না পারায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেন।
রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় প্রধানমন্ত্রী পদে ভোট হওয়ার কথা। জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।